তাকে দিয়েছি যে ব্যথা নিখোঁজ হবার সম্ভাবনা
সে ও দিয়েছে তা ফিরিয়ে, ঠিক সমান যন্ত্রনা
মনের মতো তৈরি করবো তাই ঢেলেছি যত অভিমান
আজ তা আমার বেলায়, দুজন ই প্রায় সমান সমান


মানছি আমি বড্ড বেশি জেদ ছিলো আমার ভালোবাসায়
শেষের লাইনটা তবু কিন্তু বাকিই থাকতো তোমার আশায়
হয়তো দূরে ঠেলেছি খুব, তাতে কি? আর তো কাওকে নিইনি কাছে
দূর থেকে ও তো রেখেছি নজর, হারাবার ভয় আমারো আছে


কিন্তু এ কি ! এ ও যে হতে পারে তা কি ছিলো আমার কল্পনাতেও?
তুমি ও যে বদলে যাবে, নিষ্ঠুর ভাবে, ভুলে যাবে এই আমাতে ও !
তবে এই আমি যে এই অবহেলায় অভ্যস্ত নই জানো তুমি
এক পাহাড় কষ্ট বুকে নিয়ে সুখে থেকো তুমি বলছি আমি


উপায় নেই গো হারিয়ে যাওয়া ছাড়া
পারলাম তো না, এখন কি আর করা
ভেবেছিলাম পারবো আমি করতে তোমায় আমার আদল
বুঝিনি তখন হবে খুব কঠিন, করতেই পারো কষ্ট বদল