কত শত ক্ষত নিরালায় রয়ে গেলো
কেউ পায়নি খোজ,
বৃথায় যাচ্ছে রোজ,
দেখবে না কেউ ভিতরের এলোমেলো


কত দীর্ঘশ্বাস নিরবে মাথা নুয়ে
পালিয়েছে লোকালয়ের ভয়ে
হাসিমুখে,  
মিথ্যা সুখে,
বেচে আছি সবটা দু:খ নিয়ে


মেঘের ন্যায় বুকের ভিতর
ঘন কালো ছায়া
মিথ্যে মায়া
তবু ও বলে যায় আমি শুধু তোর


অসম্পূর্ণ স্বপ্নের থমকে উঠা চরিত্র
সব খানে তুই
শুধু স্বপ্নেই তোকে ছুই
তোর জন্য মোর ভালোবাসা যে পবিত্র।