ঘটলো সেদিন লঙ্কাকান্ড,
পটাশরামের মামার।
হঠাৎ তিনি দিলেন ছুট,
নাম নেইকো থামার ।

কি হয়েছে? ক্যানো ছুটছেন?
কি হয়েছে মামা ?
মামি চেঁচায় ওরে পটাশ,
তোর মামাকে থামা ।

তখন পেছনে দৌড় দিয়েছি,
আমরাও সকল জনে ।
দেখি মামা চুপটি বসে,
বাঁশ বাগানের কোনে।

মামি এসে মামার মাথায়,
দিলেন ঢেলে জল‌ও ।
কেঁদে শুধায়, "ছুটলে ক্যানো?"
"কি হয়েছে বলো ?"

দেখি মামার চক্ষু দুটো,
জ্বলছে ভীষণ রাগে ।
পটার গালে দিলেন চড়,
পেয়েই হাতের বাগে ।

পটা চেঁচায়, "দ্যাখো সবাই,
মামা কেমন করছে ।
এটা নেহাত মাথার ব্যামো,
ন‌ইলে ভুতে ধরছে ।"

ভীষণ রাগে বললো মামা,
"তোরা থামা তো বকবক,
জানিস? আমার বহুদিনের,
পাখি ধরার শখ"

মামা তুলে দুহাত উনার,
উচিয়ে আকাশ পানে ।
বুঝলাম এবার কি হয়েছে,
মামার ছোটার মানে ।

দেখি সেথায় বাঁশের মাথায়,
একটা পাখির বাসা ।
ধরবে মামা সেই পাখিটাই,
এটাই উনার আশা ।।