দুঃখের সাগরে ভাসিয়া গিয়াছে আমার সুখের তরী
হাজার বছর তাহাই খুজিয়া চলেছি এপার ওপার ধরি
মম কন্ঠে বাজিয়া উঠিছে নিত্য দুঃখের সুর লহরী
আহত হৃদয়ে সুখের লাগিয়া এখনো বন্দনা করি
সুখতো সেথায় থাকে; যেথায় আমি নাহী থাকি
অন্তপুরে উড়িয়া গিয়াছে মোর হৃদয়ের সুখ পাখি
দুঃখ নিয়ে চলিলাম ভজনগৃহে, ভোজনেই বোধহয় সুখ
ভোজন শেষে বেদনা উঠিল ব্যাথায় বিদ্ধ হল বুক
ভ্রমণ করিলাম নিদ্রা দেশেতে মহাসুখের নেশায়
নিদ্রাভঙ্গে স্বপ্ন ভাঙ্গিছে মহাসুখ ডুবিয়াছে হতাশায়
সুখের সন্ধানে গিয়াছি আমি গভীর অরণ্য মাঝে
সে বন ছিল আঁধারে ঢাকা, পথ ভুলিয়াছি সাঝে
পর্বতশৃঙ্গে খুজিয়াছি আমি অসিত অমর্ত্যভুবন
মহাবিশ্বে সুখের আশায় অযথা করেছি ব্যর্থ জীবন
দুঃখের পরেই সুখ আসিবে- ইহাই মহাসত্য বাণী
লইব সেদিন মহানন্দ; ঘুচিবে সকল দুঃখ-গ্লানি