এ কোন উৎসবে মেতেছে দেশ
বিপন্ন মানবতা
নির্বাক স্বাধীনতা
এ রক্তাক্ত উপত্যকাই আমার মাতৃভূমি
যার প্রতি ইঞ্চি মাটি
সোনার চাইতে খাঁটি
সে মাটিতে আজ ছোপ ছোপ রক্তের দাগ
যে মাটির নির্যাসে
স্নিগ্ধ গন্ধ আসে
সে মাটিতে আজ রক্ত পানের উল্লাস নৃত্য দেখি
লাশপচা গন্ধযুক্ত বাতাস
নিতে পরিনা বুকভরে নিশ্বাস
সেই স্বপ্নপুরী সোনার বাংলা এখন মৃত্যুপুরী