বিলাপ করে লাভ কি হবে
অতিত কভু আসেনা ফিরে
সম্মুখে দেখি কালো অন্ধকার রাত্রী
সবকিছু ঘটে গেছে অতিতকে ঘিরে
এ ভুল শুধরাবার নয়, তা নয়
সব কিছু ভুলে আবার আসিব ফিরে
লোকে বলে কলঙ্ক নাকি মুছেনা
বেচে রয় সারা জীবন ভরে
হতে পারে এ ভুল অজান্তে
কিংবা খেয়ালের ভুলে
তাই বলে কি আগলে রাখবে
মনের কোণে তুলে ?
মাথায় বজ্র পড়ে যবে শুনি
চরিত্রে কেহ মিথ্যা নিন্দে করে
তাও আবার সম্মুখে নয়
পশ্চাতে কিংবা আগোচরে
রক্ষা হবেনা তব যদি
কেহ চরিত্রে হাত তোলে