পথে-ঘাটে একা একা
ভুল মানুষের সাথেও দ্যাখা হয়ে যায়- হয়ে যেতে পারে
পরিতাপগুলি রাখা যেতে পারে গোপন, উদার
সেজে থাকা মানুষের মুখের ওপর
নিভিয়ে দেয়া যেতে পারে বিতার্কিক আলো,
তবু তো সম্মুখে থাকে পাখিদের দুয়ার-
উদ্রেক করা যেতে পারে বিধর্মী শব্দের,
দেবদারু বন থেকে মুছে নাকি যায় পরিপূর্ণ ফুল
তোমাদের হৃদয়ে প্রতিস্থাপিত প্রেম-
নানাবিধ প্রোটিনে তৈরি একটি মানবজন্ম যদি হয় ভুল


দায় কি গাছেরা নেবে? নাকি নদীর দিকে
এগোবার নাম করে লিখে ফেলা যায়, গিলে ফেলা যায় ঈষদুষ্ণ হেম?
তোমার মতও তো নাকি আরো কতিপয় সুরম্য কব্জির ভেতর
মাতৃকার বিপরীতে দেখা যায় বেশ কিছু প্রেম।


আয়োজিত সহযোগিতার জন্য ব্যক্তিগত কামনার বিষণ্ণ প্রস্তুতি, হে সময়!
তোমার মতো আমারও তো ছিল কিছু অনাহূত ক্ষয়
ক্ষমার প্রতিশ্রুতি তুমিও রাখো-


মেঘ ডেকে আনো-
এ জন্মের মৃত্যু হোক
ভিজে যাক দুই-একটি বাবুই আর প্রকৃত সারস
মানুষ দূরে চলে গেলে নাকি কমে যায় শোক..