একটুখানি একটা রাস্তা দেখা যায়, যেইটা সোজা
চইলা গেছে মস্তিষ্কের গর্তের ভিতর  
গর্তের ভিতর থিকা ক্ষণে ক্ষণে বাইর হয়
ব্যাপক চিন্তা- এইসব চিন্তা ট্রেইনড৷


অর্থাৎ, প্রশিক্ষিত৷


ধরেন, একটা কাগজের উপর
বিস্তৃত আলাদা কয়েক নদী৷ নদীতে
জাহাজ আছে, মাছও আছে৷ আর আছে
নাদুস-নুদুস একটা আইসবার্গ।
এখন বলেন- বরফের ঐ চাঁই-তে
ধাক্কা খাইবার সম্ভাবনা কার বেশি?
জাহাজের? নাকি মাছের?


প্রশিক্ষিত চালক হইলে- জাহাজ, দুর্ঘটনা এড়াইতে পারবে৷ সকলে
নির্বিঘ্নে সমুদ্র-ভ্রমণ সাইরা ফিরা যাইতে পারবে নিজেদের ডেরায়৷
এই ভ্রমণের সাফল্য
আসলে নির্ভর করে 'প্রশিক্ষণ'র উপর৷


মাছের এইরূপ কোনো প্রশিক্ষণ নাই৷
বরং বরফের ডিব্বার সাথে তার সখ্যতা লক্ষণীয়।


পরাহ দিনের মানুষ, প্রশিক্ষিত ভাবনার উদ্দেশ্য থাকে কর্মপ্রয়াস
উপভোগ্য হবে, সমাদৃতঃ বৈচিত্র্যময় আয়োজন
শেষে লোকমুখে
নিরন্তর নামকরণ হবে, মুখরিত
থাকবে চারদিক।
মানুষের (এবং মাবুদের) নিকটতম,
অর্থ-বিত্ত, শৈলী- জাঁহাবাজ জ্ঞান উৎপাদনের একান্ত পারিবারিক কেন্দ্র


এইসব মস্তিষ্কের
গ্রহে
যুদ্ধ-বিগ্রহের
কালে
আগ্রহের
ব্যপ্তিহীন চিন্তার
নিগ্রহে
সাড়া জাগায় যেসমস্ত এনজাইমঃ
এদের কবিতায় লিপিবদ্ধ করা যায়৷


পাভলভের কুত্তার মত কবিতাও নিয়ন্ত্রিত কি-না
মানুষের বুদ্ধিবৃত্তিক ব্যবচ্ছেদ দেখে জানা যেতে পারে। কবিতায় কি কি উঠায় নিয়া আসা যায়ঃ
এইসব পাঠে মনোযোগী হওয়ার দিন
সামনে দুটি একটি৷


অর্থাৎ, মানুষ এবং কুকুর
উভয়ের নিশাচর অভ্যাস সামনে আসতেছে-
টের পাওয়া যায়।


মানুষই-
মানুষের
গুরুতর দিনের
ব্যক্তিগত পাভলভ৷