আজ ক'দিন হল শরীরে ভীষণ জ্বর
দেহখান ব্যাথা ভরা টইটুম্বুর।
সুখপাখি নীড় গড়েছে সুদুর মগডালে
গগণে গরজে উঠেছে জমকালো অম্বুর।


ক্ষুধা পেটে কি খাই, খানা ভরা থাল
জ্বিবে কোন স্বাদ নাই, টক মিঠা ঝাল!
যা খাই মুখে সব ভুষা স্বাদ লাগে
এমন জ্বর কভু হয় নিতো আগে?


সাপ্তাহ খানেক বাদে,
মাথাটাও আজ বড্ড বেশি ব্যাথা করছে
দম নিতে বুকে টান পই পই জ্বালা।
আজতো কিছুই খেতে পারছি না...!
যেন এক রাশি কাঁটা ফোঁটা গলনালা!


মরিমরি আমি আজি, সুধাও হে ডাক্তার বাবু
কেমন পীড়া ধরেছে আমায়, হনুরে  বড্ড কাবু।


কোভিট-১৯ লক্ষণে কয়,করোনা নাম যে তার
এ ভাইরাস পেয়েছে যারে, করেছে দেহ চুরমার।
কদম ফুলের মত এ প্রাণী, বেড়ায় হাওয়ার তানে
হাঁচি কাশি বা মুখের লালায় ছড়ায় নয়া বাণে।


হায় হায়! জীবন আমার অথৈ সাগরে ডুব
নাই যে চিকিৎসা তার আজি ডরে মন চুপ!


না করে মন কাবু, গড়েন এক তাবু
লেবুরস গরম জ্বলে গরগরা করেন দিবা রাত
বিধাতা সহায় হলে,কে আছে নালে নীলে
পারিবে না পাড়ে নিতে এই জীবনেরো ঘাত..!
বিধাতা সহায় হলে উদিত হবে নয়া চাঁদ।