বাংলা আমার রুপের রাণী
থরে থরে নিপুণ করে গড়া
নীল আকাশে ঝিকিমিকি
থমকে গেল ধরা ।


সৃষ্টি হাজার তাহার মাঝে
কি অপুরুপ ভিন্ন সাজে
মনের কোনে সুখের আমেজ
যদি মেলি আঁখি,
আল্লাহ তায়ালার প্রসংসাতে
উড়ে মনোপাখি।


এই দেশেতে বিলের জলে
শাপলা শালুক ভাসে
পাহাড় চুড়ায় প্রভাত রবি
মিটমিটিয়ে হাসে।


মিনার থেকে ভেসে আসে
কি মধুর সুরে আযান
বাড়ির পাশে বাঁশের ঝারে
পখির সুরেলা কলতান।