ওগো, আমার হাতের দুটা বালা নিয়ে দেবে,
আমার ভিষণ ইচ্ছা সেই শৈশব থেকে
যে আমাকে নিবে তার ঘরে,সাজিয়ে থরে থরে
চাইনাকো আর সব, শুধু চাই যে শাখে,
বলোগো দেবে কিনে, দেবে তাহা কবে?
ওগো,আমার হাতের দুটা বালা নিয়ে দেবে?


ছেলেটি নিঃচুপ হয়ে ভীষণ চিন্তায়...!
থাকিত যদি ধন, রাখিয়া প্রিয়ার মন
আজি কিনে দিতাম বালা, ভীষণ যে মনে চায়..!
ধনে কড়ির দুর্বলতায় আজ বালা কেনা দায়।
খোদা যদি চান তবে, অচিরেই ধনবান হব
রাখিগো আস্থা তাহার তরে, বালা কেনে দেব।


তুমি যদি চল প্রিয়া খোদার আদেশ মানি
রাখো যদি বুকে ধরে কোরান খানি যতন করে
আশা তোমার করিব পুরণ যদিও থাকে অভাব ঘ্লানী।
জান্নাতে থাকিতে চাই পাতে, সাথে সাথেই রবো,
বেচিয়া কিডনি মোর সোনার বালা কিনে দেব।
ওগো, কথা দিলাম তোমায়, বালা কিনে দেব।