হাসের বাচ্চা চই চই
ওই ভাইয়া তোর বাড়ি কই?
আমার বাড়ি খাগড়াছড়ি
বাড়ি এলে দেব পিড়ি
খাইতে দেব চিড়া মুড়ি
আর পানের বাটায় পান
মনের সুখে নেমন্ত্রনে গাইবে তুমি গান।


বিলে ঝিলে শাপলা ফোটে
বাচ্চারা সব শালুক খোটে
পাহাড় ডানায় মেঘের বাড়ি
এসে দেখ তাড়াতাড়ি
পাহাড় থেকে ঝর্ণা ধারা
চেঙ্গী নদী নয়ন কারা
কৃষ্ণফুলের সুভাস ভরা
সুন্দর সুন্দরের হাড়ি
এমন সুন্দর জেলায় ভাইয়া
আমার ছোট্ট বাড়ি।
অপরুপা আমার খাগড়াছড়ি।


হাসের বাচ্চা চই চই
না এসে তুমি যাইবা কই?
খাগড়াছড়ি আসলে পরে
বিষন্ন মন পালায় দুরে
আনন্দে তোমার কাটবে দিন
মনের ভেতর বাজবে বীণ
এ যে সবুজ ঘেরা শৈলদেশ
নিত্য নতুন রঙ্গবেশ
এমন সুন্দর জেলায় ভাইয়া
আমার ছোট্ট বাড়ি।
অপরুপা আমার খাগড়াছড়ি।