মৌমাছি মৌমাছি
ছুটে চলে নাচি নাচি
বাসা বাঁধে মগ ডালে
নৃত্যের তালে তালে গায়
ফুলে ফুলে উড়ে উড়ে
তারা মধু আহরণে যায়।


দদুল নৃত্য দিয়ে তারা
পথ মেপে মেপে চলে
জারক রস মিশিয়ে
তারা মধু সঞ্চয় করে।


রাণী মাছির আদেশে
করে কর্মীরা কাজ,
পুরুষ মাছি বসে বসে
দেখে রাণী মাছির সাজ।


রাণী মাছি দেয় ডিম
পুরুষের তটে
কর্মীর সেবায় তারা
বড় হয়ে ওঠে।


এক সমাজে করে বাস
তারা মেনে চলে নীতি,
অন্যায় কারো হলে
আছে সাস্তির রীতি।


মধু হলো ভিটামিন
যেথায় পুষ্টিতে গাঁথা,
মাছির হুলের বিষে
নিরাময় বাত ব্যথা।


এযে নেয়ামত আল্লাহর
মানুষের তরে এক প্রাণী
মধু ও বিষে দান তার
রোগ নিরাময় জানি।