কালো কালো ছাঁটাই সবে
কালো ভাসাই বানে,
কালোর মাঝেই মানিক সোভা
কেউ কি তাহা জানে?


কার্বন কালো, কয়লা কালো
এ যে হিরা তৈরীর মূল,
বসন্তেরই কোকিল কালো
বসাইছে সুরের শুল।।


গুনে আলো কন্যা কালো
মনের মাঝে ঠাই,
কাজল কালো আঁখি দুটি
মন কাড়ার এক ঘাই।


মেঘ কালোয় বাদল ভাল
আঁধার নিশির ঘুম,
কালো কেশে কন্যা আলো
এ যে সুন্দর্য্যতার ধুম।