মেঘ চাই, পানি চাই, ছায়া চাই..!
টানা সাত দিন মুশুলধারে বৃষ্টি হচ্ছে
টিনের চালের রিনিঝিনি সুর এখন
মনে বিষের কাঁটা হয়ে যেন বিধছে।


চেঙ্গী নদীর অস্তিত্ব বিলিন হয়ে গেছে
যতদুর দৃষ্টি যায়, এ যেন একটি মাঠ,
কত ঘরবাড়ি যে তলিয়ে আছে তাতে
দুরপাল্লার ভিড়ছে খেয়া পাহাড় চুড়ার ঘাট।


কলাগাছের ভেলায় কেউবা পাড় হচ্ছে
কেউ বা সিলিং এর উপর বেধেছে বাসা ঘরে ,
কেউবা গাছের মগ ডালে বাঁশের মাচাং পেতেছে
বৃষ্টি এবার না থামলে, না খেয়েই যাবে মরে।


নৌকা এবার ভিড়ালাম পাড়ে খাবার বিতরন শেষ
পাড়ে পাড়ে জেলেরা ছিঁপজালে মাছ ধরছে,
পানির পাড় ঘেষে কত যে পোকামাকড়...!
কেউ বা ছাতা মাথায় থৈ থৈ পানির ছবি তুলছে।


পিঁচঢালা রাস্তাগুলো এখন নৌকা চলার পথ
সেতুগুলো ভেসে আছে দীপের মত,
মেঘ চাই, পানি চাই, ছায়া চাই..!
কিন্তু- এ কেমন বন্যা, এ কেমন পানি?
জীবনটি করে দিল ক্ষতবিক্ষত....!!!