মায়ার ভুবনে হৃদয় বন্ধি
লোভের ফাঁদে দেহ
দম ফুরাইলে সবই ফানা
তোমার নামের চিলতে দানা
মনেউ করবে না কেহ।


চির অমর ধরার পরে
যদি মগজ রাখ এথা,
স্মৃতির পাতায় বদন চুমি
সবার অন্তরে বাঁচবে তুমি
যদিও দেহ পরপারে সেথা।


যুগের পর যুগ পেরুবে
হবে ফানা ফানা দেহ মাটি,
কর্ম তোমার সবার মনে
তাতে ধরবে নাকো কাষ্ঠ ঘুনে
যদি তোমার মগজ খাঁটি।


আলোর ধাধার এ ধরাতে
সুশ্রী সৃজন কর্ম গড়ে,
সত্য ন্যায়ের কথা কবে
ইতিহাসের সু-কালি হবে
যেন সবে তোমাকেই মনে করে।