বাতাস যে বলে গেল কানে কানে
ঈদ মুবারাক, ঈদ মুবারাক, ঈদ মুবারাক।
পাখিরা যে বলে গেল গানে গানে
ঈদ মুবারাক, ঈদ মুবারাক, ঈদ মুবারাক।


নদীর ঢেউগুলো কুলু কুলু সুরে গায়
মুমিনের ঘরে আজ ঈদানন্দ ছড়ায়।
ভুলে সবাই দস্তি-দুষমন, কাঁধে মিলাও কাঁধ
ভেদাবেদ পালাবে বড়, যায় পালিয়ে যাক।
গাও, ঈদ মুবারাক, ঈদ মুবারাক, ঈদ মুবারাক।


যাকাত ফেতরা আদায় শেষে,ঈদগাহেতে সবাই যাই
কুড়মা পোলাও পায়েশ ফিরনি,মজার মজার খাবার খাই।
ভুলে সবাই হিংসা-বিদ্ধেষ, কাঁধে মিলাও কাঁধ
ঘরে ঘরে খুশির আমেজ, যায় ছড়িয়ে যাক।
গাও, ঈদ মুবারাক, ঈদ মুবারাক, ঈদ মুবারাক।