ধন্য বলি ধন্য তারে
যিনি আয়নার কারিগর,
স্রেষ্ট আয়না যাহার সৃষ্টি
মানব মনের ভিতর।


মানব সৃষ্টি আয়নার কদর
যখনি বেশি হবে,
মনের আয়নার ভঙ্গুরত্ব
বৃদ্ধি পেতেই রবে।


প্রত্যেহ তুমি আয়না দেখে
সাঁজাও তোমার মুখ,
মনের আয়নায় কেন দেখো না
যেথায় জীবন সাঁজের সুখ?


প্রভাত হলেই মাস্তি মজায়
আপন করেছ ভুবন,
বাহ্যিক সাঁজে সজ্জিত তুমি
সাঁজাতে পেরেছ কি জীবন?


মানব সৃষ্ট আয়না সদা
প্রতিফলন করে আলো,
মনের আয়না ভুল শোধনে
করে কালো জীবন ধলো।


জীবন নামের মুখ টি তোমার
যদি সাঁজাতে চাও,
মনের আয়নায় দৃষ্টি মেলে
ভুল সংশোধন করে নাও।