কিচির মিচির কলরবে পাখিরাসব ডাকে
মুয়াজ্জিনে মিনার হতে আযানের হাঁক হাঁকে।
এমন সময় আম্মু এসে মাথায় বুলান হাত,
উঠরে বাপ,অনেক হয়েছে, ঘুমাইছিস সারারাত।


অযু করে নামাজ পড়ে আয়রে বাবু সোনা
নামাজ পড়লে ঝড়ে পড়ে জীবনের সব গুনা।
নামাজ শেষে বেলকনিতে কোরান পড়তে বসি,
এমন সময় বাঁশঝারের ফাঁকে সুয্যি মামার হাঁসি।


শিশির ভেজা ঘাসের উপর সুর্য্য কিরণ জ্বলে,
গায়ের সব সোনামনিরা মক্তবেতে ছুটছে দলে দলে।
গায়ের পথে কৃষাণেরা লাঙল জোয়াল কাঁধে হাটে
এমন সময় বুবু ডাকেন নাইতে চলো বিলের ঘাটে।


বিলের ধারে খেজুর আঁগায় রসে ভরা হাড়ি
আমার ভাগে কম দিয়েছে তাই বুবুর সাথে আড়ি।
নল বরশিতে মাছ পড়েছে বড়, খুশি রথে রথে,
নাওয়া শেষে মাছ হাতে চলছি বাড়ির পথে।


পান্তাভাতে কাঁচা মরিচ কাঁচা পেঁয়াজ সাথে
চাটাই পেতে আঙিনাতে বসছি সবাই খেতে।
নাওয়া হল খাওয়া হল এবার স্কুলেতে যাই
গোয়াল ঘরে দুধ দোয়াচ্ছেন আমার দাদা ভাই।