হে নবীন, ভীত সঞ্চিত হৃদয় তোমার?
নাহি ভয় নাহি ভয়,এগিয়ে যাও আর একটু পথ
এগুলেই সফলতার দ্বার খুঁজে পাবে।
পাবে সার্থক জীবণ,  ছেড়না কভু হিম্মত।


হে নওজোয়ান, ভেঙে পড়নাকো ক্ষণিকালে
সামনে তোমার আসবে আসুক ভয়ংকর মরুপাথার,
জীবণকে সামনে এগিয়ে নিতে হোচট খাবে বার বার
মনে রেখ,প্রাণি হাটতে শিখে না কভু না খেয়ে আছার।


অকৃতকার্য পরিক্ষায় তুমি, দুঃখে ও চিন্তা ভরা মন
নাহি দুঃখ নাহি চিন্তা, ফের চেষ্টায় হতে পার প্রথম।
প্রাতিষ্ঠানিক শিক্ষা তোমার, শিক্ষার এক নীতি
অন্য সকল বইয়ে তোমার বাড়াবে জ্ঞানের গতি।


ফেল করেছ দুঃখ করে ছেড় না কভু জ্ঞানের পথ
বই পড়, ফের চেষ্টা কর,মনে রাখ সাহস ও হিম্মত।
পরিক্ষাতে অকৃতকার্য ও ফেল করেছিল যারা,
পৃথিবীর ইতিহাসে আজ সফলতার শিখরেই তারা।


হে নওজোয়ান,পৃথিবীকে তোমার অনেক দেবার বাকি,
জীবন সংগ্রামে ও রাজনীতিতে অবদানে তুমি থাকি
সাজাও জীবন, সমাজের উত্তম মানুষ হয়ে গড়ে ওঠো
মনে রেখ, কেউ পারে নি জয়ী হতে নবীন সমাজ রাখি।


হে নবীন, গড়ে তোলো তুমি সংগ্রামী জীবন
চালাও যুদ্ধ অলসতা কে করো বধ
পড় বই, সফল হবে, মনে রাখ হিম্মত।