যদি মন বিভোর আমাতে তোর
তব কেন নিঝুম তুই নিরালা,
হৃদয় পাতিয়া দেখ না এতবার
আমি যে তরই প্রাণটোলা।।


যদি স্বপনে আসিস, আসিসরে তুই
ঘুঙুর তালে নাচিসরে তুই
নীল শাড়ি পড়িসরে তুই
দেখব তোরে, নয়ন যে উতলা,
নিবির ধ্যানে চাখব তোরেই
আমি যে তোর প্রাণটোলা।।


যদি খোঁপার বাঁধন খুলিসরে তুই
রিনিঝিনি সুরে মাতিসরে তুই
কোপলে টিপ পড়িসরে তুই
চাখব তোরে, হৃদয় ভরে
নিঝুম নিশি নিরালা,
হৃদয় পাতিয়া দেখ না এতবার
আমি যে তরই প্রাণটোলা।।


একটি গিতী কবিতা