যোগ্য রাজা কন্যা দানে
যোগ্যতা খুঁজে দ্বারে,
পরম যোগ্য পায়না খুঁজে
মানব রাজ্য সংসারে।


অনেক খুঁজেও যোগ্য পাত্র না পেয়ে রাজা
রেগে মেগে মন্ত্রীসভায়, শিক্ষা মন্ত্রীর সাজা।


রাজ্য জুড়ে শিক্ষার হার
আকাশ ছুঁই ছুঁই,
মনুষ্যত্বে এরা নির্বোধ কেন?
মন্ত্রী! বাঁশি পঁচা দই?


তবে কি রাজ্যে শিক্ষা নীতি পড়ে আছে কলে?
সুশিক্ষার আলো চাই, চাই মনুষত্বের দলে।


রাজ্যে জুড়ে পাঠশালা হোক
হোক নীতির পাহাড়,
ধর্ম শিক্ষার মানকে বাড়াও
সুশিক্ষা চাই সবার।


আদেশ শিরোধার্য! হলো কাজ শুরু ....
সকল বই যেমন তেমন, ধর্ম বই গুরু।


পাঠশালাতে ধর্ম আগে
ধর্মের বাণী পড়ে,
সুশিক্ষা ছড়িয়ে গেলো
রাজ্যে সুখ ঘরে ঘরে।


শিক্ষিত সে রাজ্যে এখন সু-শিক্ষার আলো
মনুষ্যত্বে সবার মাঝে, ঘ্রাণ ছড়াচ্ছে ভালো।


যোগ্য রাজা যজ্ঞ শেষে
যোগ্য পাত্র পেয়ে,
কন্যা দানের খুশির জোয়ার
রাজ্যে গেল ছেয়ে।