অম্ব কালো, আন্দার কালো
কালো চুলার কয়লা,
তার চেয়েও ভয়ংকর কালো
মনের কুলোশ ময়লা।


কার্বন কালো কয়লার মাঝে
গ্রাফাইটের রং ইরা,
একই মৌলের তৈরী তবুও
অধীক মুল্য হীরা।


মনের গঠন মজবুতি হলে
বাহিরে ছড়ায় আলো,
দেহের গঠন জীবন তোমার
যদিও থাকে কালো।


অর্থ ধনে আন্দার তুমি
চরিত্রে বেশ ভালো,
বিশ্ব জাহান পাবে আলো
কালো হবে ধলো।


মনের কালো করো আলো
মজবুত করো দম
বাহির কালো দুরে রবে
সুখি হবে বম বম।