খাগড়াছড়ির সবুজ পাহাড়
গালিচার এক সৃজন বাহার।
শুকরিয়া তারে আমি অধম
এমন সৃজন সৃষ্টি যাহার।


সর্প সোভা চেঙ্গী কুলে
কাশফুলেরা হাওয়ায় দোলে
জেলের নৌকা চলছে দুলে
থৈ থৈ পানি বর্ষা এলে।


বিলের জলে শাপলা ফোটে
বাচ্চারা সব শালুক খোটে,
শাপলা ডাটা করে আটি
তরকারীতে মজাই লুটে।


এতই উঁচু সাজেক পাহাড়!
হেঁটে চুড়ায় সাধ্য কাহার?
ছুঁয়ে দিলাম সাদা মেঘে
পাহাড় মেঘের মিলন বাহার।


রিসাং ঝর্ণা,আলুর পাহাড়
এমন সোভা সৃষ্টি কাহার?
গুহার তলে পানিধারা, আর
দেবতা পুকুর সৃষ্টি যাহার।


সবুজঘেরা পাহাড় মাঝে
ঝুলন্ত সেতু দোলন সাজে,
তারেং থেকে শহর সোভা
সবুজ বীণা মনে বাজে।


খাগড়াছড়ির এমন সৃজন
যে করেছেন তার কর ভোজন,
নয়ন কাড়া এ প্রকৃতিতে
মাতবে বলে আসো সজন।