নীল শাড়ি এলো চুলে
ঝুনঝুন ঘুঙুরে আওয়াজ তুলে
আঁকা বাঁকা মেঠো পথে
কে গো তুমি হেটে যাও?
ঘুঙুর তালে মন কারিলা
অন্তরে পিরিতির বান মারিলা
পাল তুলেছে সুখের নাও।


শাড়ির আঁচল হাওয়ায় দোলে
সুভাস ছড়াও রঙিন ফুলে
কৃষ্ণা আমি একলা কুলে
একটু পিছন ফিরে চাও।
রাধা তুমি কোন বা দেশি
তোমার তরে হলাম উদাসী
ঝর তুলেছে প্রেমের বাও।


কাজলে আঁকা আঁখির চাওয়া
আর রঙিন ঠোঁটের হাসি,
ললাটের ঐ ছোট্ট কালো টিপে
পড়েছি যে গলায় ফাঁসি।
তোমায় দেখে ধন্য বনি
চাই না ভবের ধনে ধনী
যদি প্রেমের পরশ দাও।