তিমির ধরনীতে আলোর প্রদীপ যিনি,
চেনেই-বা তারে কজন?
ভুবন ব্যতিরেখে সর্গসুখের নীড় তিনি,
চিনিলে তারে কর ভোজন।


খোদার পরে যাহার তরে নোয়াবি তোর মাথা,
কত উঁচু তার সম্মান-ভেবে দেখ মন,
বিজলির গতি হার মানেছে প্রভুর দুয়ারে তার কথা,
চিনিলে তারে ও মন, কর ভোজন।


জীবনে কভু উহঃ ব্যাথা পায় যদি তোর তরে
সর্গে যেতে পারবি কি বল?
এখনও সময় সাবধান হও সে যদি থকে ঘরে
ও মন চাও ক্ষমা,ভোজন করে চল।


এমন সম্মান এমন ভোজন প্রভুর আদেশ খানি
না মানিলে জ্বলবি নরগ আগুনে
ও মন ভেবে দেখ কে সে, সে তোর মা-জননী
চিনিলে তারে কর ভোজন, মাতিয়া ফাগুনে।