আষাঢ় মাসের ঝর বাদলে
নদী ভরেছে জলে,
অলস মানুষ ঘুমিয়ে ঠিকই
শ্রমিকেরা পড়েছে কলে।


গগন জুড়ে কাল মেঘ
কৃষক পাগল পারা,
থৈ থৈ করে পানির বাহার
ধান কাটিতেই সারা।


বৃষ্টি পড়ে রুমঝুমাঝুম
ভিজব খানিক জলে
ইচ্ছা আমার কিচ্ছা হল
পড়েছি মেঘের বাজের কলে।


খাল বিলে সব ভাসা পানি
নদী নালার ঐ তটে,
জেলেরা যে বেজায় খুশি
মাছেরা লাফিয়ে লাফিয়ে ওঠে।


ঘর বাড়ি সব ভাসিয়ে নিল
আষাঢ়ে বানের জল,
কলার ভুরায় ভাসছে মানুষ
এই হল আষাঢ়ের ছল্।