চাই চাই সমঅধিকার চাই,
সজীব নিঃশ্বাস নিয়ে সমাজে দাড়াতে চাই।
টাকা চাই ক্ষমতা চাই, ডানে চাই বামে চাই
সম্মান নিয়ে বাঁচতে আমার সব চাই সব চাই।


এখন পেয়েছ তুমি সব, পুরুষের সাথে কলরব
কাঁধে মিলাতে কাঁধ রাখোনি কোন বাদ।
আসিয়াছ পথে দিচ্ছ শ্রম রথে রথে,
কামিয়েছ টাকা তবে ঘর সংসারি ফাঁকা।
এখন সিন্ধুক ভরা অর্থকড়ি ঠাসা
ঘরে নাই যে শুধু চিলতে ভালোবাসা।


তুমি কি বোঝ হে নারী?
সম্মানের লোভে ফেলিয়া তোমায় বানালো সিড়ি
না বুঝিয়া হারাইলা মান হারাইলা সুখের পিড়ি।
মহামুল্যের রতন তুমি হিরার টুকরা হে নারী
লোকসম্মুখ্যে আসিলে তাই, হচ্ছ এখন চুরি।


পুরুষের দেহ নারীর দেহ ভিন্ন করেছেন রব
সমঅধিকার জপিলেই নারী পারিবে কি সমসব?
পুরুষের সাথে তাল মিলাব, গাচ্ছ তুমি গান
সেই তাল মিলাতেই তুমি হারাচ্ছ তোমার মান।


কর্মে তুমি রাস্তায় এখন মাপনি জীবন ফিতা
মিনিটে মিনিটে সহস্র নারী হচ্ছে যে ধর্ষীতা।


হে নারী, কোরান পরিয়াছ? কি বলে সেখানে?
তোমার সম্মানতো পুরুষের উপরে কবে বুঝিবে তুমি?
সকল পুরুষ যে ধন্য বনে মায়ের বদন চুমি।
নারীর অধিকার পিতার ধনে,
আর স্বামীর মোহরানার হক তো আছেই
কিন্তু পুরুষ যে পায় শুধু বাবার কাছেই...!


ব্যায়ের ভার নাই যে তোমার, নাই যে জবানবন্দি
ব্যায়ে সেথায় কার্পণ্যে পুরুষ, ভাঙিবে খোদার সন্ধি।
হিরা মানিক রতন তুমি ইসলাম করেছে বড়ই সম্মানী
সমঅধিকার নামকায়স্তে করনাকো আপন মান হানি।
সবখানেতেই এগিয়ে যাবে,  নাই যে কোন বাধা
শুধু পর্দায় ঢাক দেহ খানি, হইয়ো না কোন ধাধা।