ওগো-শুনছো? কখন জাগবে তুমি?
পূর্ব দিগন্তে লালিমা যে ছেয়ে যাচ্ছে
একটু পরেই যে রবি মামা উঁকি দিবে,
এখোনো কেন ঘুমে? ভাঙাবে ঘুম মোর বদন চুমি।।
বলে-ওগো শুনছো? কখন জাগবে তুমি?


হাতটি তাহার জড়িয়ে বুকে ফের একটুখানি ঘুম,
আলতো খানিক চিমটি কেটে ভাঙালো বুঝি ঝুম।
দিনের শুরুতে সিজদায় নত,ইমাম সেজে আমি,
ওগো শুনছো? আমি শুনব আজ পড়বে কোরান তুমি।


ভালোবাসার স্বপ্ন একে খোদার দুয়ারে হাত
এ জীবনে রাখিও প্রভু এমনি মৌ প্রভাত।।
এমন সঙ্গী চায় যে রাশেদ, যে জান্নাতী এনামী
আলতো সুরে ডাকবে আমায়......
ওগো-শুনছো? নামাজ পড়েছো কি তুমি?