ফাগুন মাসে কেয়া বনে
ফুটছে কেয়ার খই,
মনের মাঝে ধাই ধপাদপ,
ওগো-তুমি কই?


দিয়া রীতি প্রেমের গীতি
বাইছি জীবন মই,
এইনা জীবন বড্ড ফাঁকা
ওগো-তুমি কই?


মনের রঙ্গো হচ্ছে ভঙ্গো
হৃদয়ে থাকে না মন,
তুমি বিহনে সাহারা মরু
এইনা মনের কোণ।


কোথা আছো কোন বা পুরে
কোন বা ঘরের চঁই?
তুমি বিহনে রাত্রি জেগে
পড়ছি প্রেমের বই।
ওগো-তুমি কই?


দিন কেটে যায় বছর কাটে
কাটছে না মোর ঘোঁই,
অপেক্ষাতে মরছি ধুকে
কেমনে একা রই?
ওগো-তুমি কই?