আমি চঞ্চল মুক্ত প্রাঞ্জল উড়ন্ত পাখি
পৃথ্বী রসে হয়েছি মত্ত, খুজি নি সত্য কভু
রসের ভারে ভুলেই গিয়েছি আপন পরিচয়
ভুলেছি ধরায় কেন পয়দা করিলেন প্রভু।


আমি দীগন্ত মহা প্রশান্ত রঙ্গরাঙ্গানো ঢেউ
প্রলয় তুলে গড়েছি অট্টালিকা ধরেছি টাকা
ভুবন সুখের যে তাল হয়েছে বড্ড বেশামাল
হইয়া ধন্য গড়িনি পুন্য পরকাল রাখিয়াছি ফাঁকা।


আমি ক্লান্ত মহা পরিশ্রান্ত এ ধরনীর পরে
পাপের রাশি যে এভারেস্টকেউ হাড় মানিয়েছে।
চারিদিকে শুধু থৈ থৈ আঁধার, ভয়ে থর থর হৃদয়
দোষী আমি নিজেই..! প্রভুতো নিষ্পাপ বানিয়েছে!


আমি ভীত সপ্ত অনুতপ্ত আমি যে এক পাপী
পাপের ভার আমি যে আর পারছি নাকো নিতে
তুলেছি দুহাত ক্ষমা কর বাদ হৃদয় যে ভারাক্রান্ত
আপন করে নাও প্রভু তোমার আনুকুল্য পাতে।