পিরিতের দোলন দোলে হেলেদুলে
সবার অন্তরে যার বাস,
যেই বা রেখেছে অন্তর দুয়ার খুলে
তারি জীবন লন্ড সর্বনাশ।


শিক্ষাজীবনে অন্তর কপাটে
যদি না মারো তালা,
পিরিতি নামের শমশের আসি
কাটিবে ধনবিদ্যা,বাড়াইবে জ্বালা।


মনের আকাশে ফাগুনের হাওয়া
দোলা দিচ্ছে দিতেই থাক,
আগে পাঠ পড়ি, ক্যরিয়ার গড়ি
ময়না যায় চলে যায় যাক।


বিদ্যার্জনে দিপ্তীত ক্যারিয়ার তোমার
ফাগুনের হাওয়ায় উড়বে মেলে ডানা,
পিরিতি নামের তিমির ডাকি
জীবনকে দিও নাকো কভু হানা।


সফলতা তোমার হাতছানি দিয়ে
ডাকছে বারংবার
পিরিতি ছাড়, বই পড়, জীবন গড়
রইবে না হাহাকার।