প্রেম বাজার? সেতো সুখের রাজ্য!
দাদুর কাছে শুনতাম, প্রেম নাকি স্বর্গ থেকে আসে
মন ছুঁয়ে দিয়ে চাঁদনী রাতে সাদা মেঘ হয়ে ভাসে।
কল্পকায় মিলন বিণার উচ্ছাসে খেলে মন তাসে।


প্রেম বাজার? সেতো এখন স্বপনের স্বর্গ!
শুনে এমন প্রেম বাণী, হৃদয়ে সে কালেই প্রেম জাগে
যদিও বয়স সাত, বিধাতারে বলি, রাখিও প্রেম ভাগে।
হৃদয় ভরা প্রেম, নয়নে স্বপন যেন ছল ছল লাগে।


প্রেম বাজার? সেতো এখন বড্ড বেহায়া!
বন্ধুদের কাছে শুনি, প্রেমের নাম নাকি নতুন জামা !
নতুন বেশ ভালো লাগে, পুরোনো হলেই নতুন জাগে
চলছে মেলা প্রেমের খেলা,প্রেম যেন এক স্রোত নালা।


প্রেম বাজার? সেতো এখন বড্ড টেনশন!
সমাজে এমন যদি হয় প্রেম পিরিতির হাল
কে বা আছে খালি, কার বা হৃদয়ে প্রেম তালি!
খুঁজতে গিয়ে বিচলিত আমি, হারিয়েছি তাল।
খালি হৃদয় খুঁজতে আমি বড্ড বেশামাল।