তুমি যখন কাছে থাকো, কাটে ভালো দিন
ভালোবাসার গভীরতা, মায়া দীপ্ত প্রখরতা
প্রবাহিত জীবন আমার, হৃদয় অমলিন
তুমি থাকলে কাছাকাছি, ভালই কাটে দিন।


মায়ের বোনের কথার ফাঁদে, পড়ে বারংবার
মিছে ঘৃণায় তুলেছ হামি , হও নি কভু নত তুমি
অবাধ্যতার দোষে স্বামীর পেয়েছ যে ধীক্কার,
যদি হও নি নত, কেঁদে সদা করবে হাহাকার!


পুরুষ জাতী সৃষ্টি ধরায়, সে যে নেতৃত্বের জলধর
তুমিই নারী তাহার সনে, হুকুম চালিয়ে আপন মনে
বিধির বিধান ভেঙেছ এবার, করেছ আপন পর
এমনটি হলে কাঁদবে তুমি সারাটি জীবন ভর!


যাদের ফাঁদে কথার তালে রাগ পুষিয়া মনে
ভুলে তুমি ভাঙিবে ঘর, বন্ধন আজি নরবর
অপায়া তুমি শুনাবে কথা তারাই জনম ভর
সময় থাকিতে সুদরে আচার, গড় আপন পর।


বোকা বনেছ, ফাঁদে ফেলেছে রাজ্যের প্রজা
রাজা বিহীন প্রজার ঘরে, বিপদ আসবেই থরে থরে
বুদ্ধিমতি নারী হলে স্বামীকে বানিয়ে রাজা
রাণী সেজে জীবণ গড়ে সংসার সুখের করো তাজা।