নীলাম্বরে অম্বুদ করিছে খেলা
চেঙ্গী নদীর পড়ে ভাসিতেছে ভেলা।
ঝলমলে বালকি ঢেকেছে কাল মেঘে,
দক্ষিনা তুফান এলো সীমাহীন বেগে।


রাখালীয়া গাঙ পরে পাড় করে ধেনু
সন্ধা পাড় তম হাঁকিতেছে ভেনু।
কে যাও তরীখান ভিরাও পাড়ে
করুনায় পাড় করো,নাই কড়ি ধারে।


এক খানা ছোট নাও,মাঝি দুই জনা
ছোট নাও, পারিব না, মরনের ঘনা।
কৃপা করে করো পাড় ও মাঝি ভাই
ধন্য থাকিব বলি তরীখানে যাই।


নাও খানা দুলছে, উত্তাল লহরী
ডুবে যায় যায় বুঝি ছোট সে তরী।
তিন জনে পাড় হবে নায়ে করি ভর
আসিয়া মাঝ গাঙে থেমে গেল ঝর।


উপকারীর নাই ভয়, অবনীর তটে
প্রভুর আনুকুল্য সদা থাকে তার বাটে।
আসমানে মন দ্বিজ উড়িয়ে দাও
পরের উপকারে সদা তরী বেয়ে যাও।