পড়ালেখা ভাল্লাগে না
মন করে আনচান,
মনটি আমার উদাস উদাস
গায় নিরুপম গান।


দিবা-নিশি মোবাইল হাতে
ফেইজবুকেরি ধুম,
যখনি বই খুলিয়া পড়তে বসি
একি? চলে আসে ঘুম!


আমার সাথেই পড়ার আড়ি
মন চায় মুক্ত সুখের বাণ,
মন যে আমার উদাস উদাস
গায় হতাশ পাখির গান।


মা যে আমার ভীষণ রাগী
টেবিলে বসি ভারে বারে,
বই খুলিয়া মোবাইল হাতে
দরজায় তাকাই আড়ে আড়ে।


কাকেই বা বলি মনের চাওয়া
পড়ালেখার পিছুটান,
মন যে আমার উদাস উদাস
গায় মুক্ত পাখির গান।