জলে জীবন, জলে মরণ
শীত অনুভব প্রাণে,
জলের ভেতর আজব খেলা
কজনই তা জানে?


জলের দ্বারা আগুন নিভাউ
কিন্তু জলই যদি জ্বলে,
ভেবে দেখ জ্বলবে জল
বিজ্ঞান সে কথাই যে বলে!


জলেন গঠনের পরমানু যদি
ভেঙে আলাদা হয়,
জ্বলবে সে জল অহরনিশি
রসায়ন সে কথাই যে কয়!


হাইড্রোজেন যে নিজেই জ্বলে
অক্সিজেন হয় সহায়,
দুই পরমানুর মিলনেই কিন্তু
জলের উদ্ভব ধরায়!


ভেবে দেখ কখনো যদি
সাগর জল ভাঙে,
ধাউ ধাউ করে জ্বলে আগুন
জল ভরা সব গাঙ্গে.!


কাল কেয়ামাতের দিনটি এলে
জ্বলবে সাগর, জ্বলবে পানি
মিথ্যা নয়, দিনটি আসবেই,
সে যে আল-কোরানের বাণি।