নিজ দেশ ছেড়ে আসে অন্য দেশে,
কি পায় তারা এই প্রবাসে?


না পায় সে পরিবার দেশের ভালোবাসা
এক দিন সে হবে বড় করতে থাকে আশা।


চাইলেই তারা পারে না যেতে দেশে
মহা অসুখ নিয়ে ও সে পায় না কাউকে পাশে।


নিজ ভূমি ছেড়ে আসে অন্য দেশে,
কি পায় সে এই প্রবাসে?


দিন শেষে বাসায় ফিরে পায়না মায়ের হাতের সেই রান্না
প্রবাস জীবনে সঙ্গী তাদের এক মাত্র কান্না।


মা-বোন সবারই লাগে শুধু টাকা,
হিসেব কষে দেখে তার পকেট টাই যে ফাঁকা।


প্রবাস আসার জন্য সে হয়ে আসে ঋণী,
স্বপ্নটা তার থেকেই যায় হওয়ার ইচ্ছে ধনী।


কষ্টে কষ্টে কাটে তার দীর্ঘ অনেক বছর,
বাড়ী থেকে বলে দেখ থাকো না আর কয় বছর।


নিজ দেশ ছেড়ে আসে অন্য দেশে,
কি পায় তারা এই প্রবাসে?