জীবনটা এক স্বপ্নময় মরুভূমি,
স্বপ্নগুলো পূরন করার কষ্ট অনেক দামি।


কেউ কেউ আবার স্বপ্ন দেখে দিনের বেলায় জেগে,
কেউ কেউ আবার স্বপ্নের পিঁছে ছুঁটে চলে বেগে।


কারো কারো স্বপ্নগুলো পূরন হয় এক বারে,
কারো কারো স্বপ্নগুলো পূরন হয়না শত বারে।


ব্যর্থ বলে ওই মানুষটা যদি পিছে চলে যায়,
সফলতা তার কাছে আর ধরা নাহি দেয়।


ব্যর্থ বলে ওই মানুষটা যদি চেষ্টা চালায় যায়,
সফল সে হবে একদিন এটা বলা যায়।


তাই তো বলে ইংরেজিতে
Failure is pillar of success.