মধ্যবিত্ত হয়ে জন্ম নেয়াটা কি ছিল ভুল?
যার জন্য প্রতিদিন তার দিতে হয় মাশুল।


মধ্যবিত্তদের থাকে অনেক চাওয়া,
কোনো এক অজানা কারনে হয় না তা আর পাওয়া।


চাওয়া গুলো চাওয়াই থাকে হয় না তা আর পূরণ,
কষ্ট গুলো চাপায় রাখার জানে  সে কারন।


মধ্যবিত্ত বুঝে শুধু তার সম্মান ,
পেটের খিদায় লাশ হয় তবু হারায় না মান।


ধনী আর  গরীবের ভিড়ে বেঁচে থাকে যার নাম মধ্যবিত্ত,
এই দুই এর চাপে তারা আজ তিক্ত।