মসজিদ আমাদের শান্তির ঘর,
নয় কোনো দলের চক্রান্তের ডর।
তাকবিরে ওঠে পবিত্র ধ্বনি,
সেখানে কোন রাজনীতির গন্ধ রাখনি?

ইমামের কণ্ঠে পবিত্র বাণী,
তার মাঝে ঢুকে দলীয় গালি।
ইবাদতের ঘর কি রাজনীতির হাট?
নোংরা প্রচারে  পবিত্রতা করছো ক্ষত!

মিম্বার নয় প্রচারের মঞ্চ,
ধর্ম নিয়ে খেলছো ধোঁকার রঙ।
নামাজ শেষে নেতার নাম,
এটাই কি ছিল ইসলামের স্বরূপ-ধ্বনির কাম?

মসজিদ  সবার অধিকার,
সেই ঘরে চলছে বহু মতের দ্বার!
আল্লাহ যিনি, তিনিই তো যথেষ্ট,
তাঁর ঘরে দলীয় বুলি, হয় পাপ বিনষ্ট।