জন্মেছি কলঙ্কের ছায়ায়,

যেখানে আলো মানে অন্য কারো অধিকার,

মায়ের মুখে দুঃখের রেখা,

বাবা যেন এক বোবা অভিশাপ —

আমার আগমনে তৃপ্ত নয় কেউই।



আমি শিখিনি আদর, শিখেছি এড়ানো,

"অবাঞ্ছিত" এই শব্দটাই আমার দোলনা,

শিশু কেঁদেছে বুক ফেটে —

আর লোকের চোখে উঠেছে বিরক্তির ধোঁয়া।



আমার জন্মদিনে নেই মোমবাতি,

শুধু নিঃশব্দ প্রশ্ন — কেন এসেছি আমি?

আমি কি চেয়েছিলাম জন্মাতে?

না, তবুও আমাকে বয়ে বেড়াতে হয়

পাপের উত্তরাধিকার।



তবুও আমি বেঁচে আছি — নীরবে নয়, জ্বলে,

আমি কলঙ্কিত? হোক!

এই সমাজের আঙুলে না হয়

আমি আমার অস্তিত্বের জবাব হবো।



আমার চোখে আগুন আছে,

যা একদিন সব মিথ্যা পোড়াবে,

আমি সেই সন্তান —

যার জন্ম কলঙ্কিত হলেও,

জীবন হবে প্রতিশোধের অনল।