" জনম দু:খী "
-------------আবু মোঃ রাশেদ


জীর্ণশীর্ণ ঝুপড়ি ঘরে তাহার নিত্য বসবাস
    জুটেনা কভু গায়ে খানিক ধরনীর আলো বাতাস
ফুটো চালায় অবিরত গড়ায় বৃষ্টির পানি
    জনমদুখীর কান্না যে আজ শুধুই লেখকের বাণী।


প্রাতকালে  যায় বেরিয়ে সে  নিজ খাদ্যান্বেষনে
  নিয়তি যেন করে আঘাত তাহাকে প্রতি ক্ষনেক্ষনে
ডানাভাঙা পাখির মতোই তাহার জীবনধারা
     মায়ের আদর বাবার স্নেহ সে যে জন্মলগ্ন হারা।


পেটে দায়ে করে সে আজ গৃহপরিচারিকার কাজ
       চিরতরে ভুলে গিয়ে আজ  মনের সকল লাজ
রকমফের হলে-ই যেন নামে দেহে নীপিড়ন
সুযোগ পেলে কর্তাবাবুও করে ভিন্নরকম নির্যাতন।


দূরদূর করছে আজ যারা দাসিবান্দি বলে
  লোলুপ দৃষ্টি ফেলছে আবার তারাই সুযোগ পেলে
উচ্চবিত্তের অধিকাংশ -ই হয় যে নীতিহীন
        নিরব প্রহার তাই যেন তাহার সঙ্গি প্রতিদিন।


আলস্য  তাহাকে পারেনা  কভু করতে গতিরোধ
     ভাগ্য সহসা নেবে বলে তাহার চরম প্রতিশোধ
খাদ্য যেদিন না জুটে তাহার সে ঘুরে অলিগলি
    উচ্ছিষ্ট যদি মিলে কোথাও নেয় সে যতনে তুলি।


কায়িকশ্রম দেয় যে সে জুগিতে নিত্য আহার
      আদর সোহাগ ভালোবাসা যেন দুঃস্বপ্নই তাহার
নিগৃহীত হয় যে নিত্য সে মন্দ লোকের দ্বারা
      প্রকাশ পেলেও মিডিয়াতে পড়েনা কোন সাড়া।


--------------***********--------------


কবিতাটি 2016 সালের একুশে বই মেলার " অনুভুতির অনুপ্রাস " নামক কাব্যগ্রন্থে প্রকাশিত।


গুন্মা সিটি .জাপান
১২/০৬/২০১৭