আজ বহুদিন পরে
ফিরব বাড়ি,ফিরব আমার ঘরে।
মন চঞ্চল চোখ ছলছল
ফিরব আজকে বাড়ি
দু বছর আগে এই শহরে
এসেছিলাম ঘর ছাড়ি
কতনা কেঁদেছি ঘরের মায়ায়
লুকিয়েছি মুখ আঁধার ছায়ায়
তবু যায়নি ফিরে,
শৈশবের কথা ভেবেছি
ভৈরবের স্মৃতি ভুলেছি
বুড়িগঙ্গার তীরে।
কত যে কষ্ট ঘর ভুলে থাকা
ঘরের স্মৃতি যে বড় মধু মাখা
বুঝেছি তা ঘর ছেড়ে,
সুখের ছিল গ্রামের জীবন
নিষ্ঠুর এই নগর ভূবন
নিয়েছিল যা কেড়ে।


আজকে আবার হাসি ভরা মুখ
এসেছে ফিরে হারানো সে সুখ
ফিরব আজকে বাড়ি,
দু'বছর আগে এক প্রহরে
এসেছিলাম আমি এই শহরে
আমার যে ঘর ছাড়ি।