চরণ তলে পাদুকা জোড়া
তিলে তিলে হয় ক্ষয়
তবু যে তাদের অবদান গাঁথা
অগচরেই রয়।
বন্ধুর পথ নিয়ে চলে ফেরে
মস্ত শরীর বয়ে,
মোদের চরণ রক্ষা করে
নিজের জীবন ক্ষয়ে।
নির্বিঘ্নে কন্টকপথ
হচ্ছিযে পারাপার,
বিচরণের এই কৃতিত্বটুকুর
ওরাই দাবিদার।