নিঝুম আধার রাত্রি মাঝে যায়না
কিছু দেখা
নিথর হয়ে বসে আছি অধম আমি
একা
মাঝে মাঝে জোনাক এসে যাচ্ছে
দিয়ে আলো
ওদের সাথে ভাব টা আমার জমেছে
বেশ ভালো।
দুর আকাশে তাকিয়ে দেখি হাজার
হাজার তারা।
তাদের মাঝে একটা চাঁদ,
সঙ্গী-সাথি হারা।
চাঁদের মতন আমিও একা আপন কেহ নাই
তাইতো ডাকি চাঁদ মামা তুই
আমার কাছে আই।
আমরা দুজন বন্ধু হব সাগর-নদীর মত
দুঃখ সুখের করবো আলাপ মনে আছে যত
এমন করেই কাটিয়ে দেব একাকী এই
রাত
দেখবি হঠাৎ রাত্রি শেষে
এসেছে সু-প্রভাত..