দূর্ভাগ্য শব্দটা তাদের জন্য
যারা রাত্রের প্রকৃতি উপভোগ না করে
গভীর ঘুমে আচ্ছন্ন।
রাতের বেলা প্রকৃতি তার সমস্তমুগ্ধতা
একসাথে ছড়াই।
আর আমি নিশাচর প্রাণী
প্রকৃতির নিশিরুপ দেখে দুচোখ জুড়াই।
চাঁদের সাথে কথা বলি, পথচলি
মেঘের আড়ালে দুজন লুকোচুরি খেলি
জ্যোৎসনা আলোই চাঁদকে নিয়ে
কবিতা লিখি
চাঁদের দেয়া জ্যোৎসনা গায়ে মাখি
বিধাতার কি অপরুপ সৃষ্টি
আধারের উপর সোনালী জ্যোৎসনা
তার সাথে কিছু বৃষ্টি।