ইচ্ছা ছিলো তোমাই নিয়ে জাবো আমি বহু দুরে
তোমার কোমল হাত টি ধরে জগৎটাকে আসবো ঘুরে
আকাশ পাতাল ভালোবেসে কেথাই গিয়ে এক হয়েছে
কোন সে দুরে প্রেমের টানে সাগর নদীর মন মিশেছে
কোথাই প্রথম ভোর সকালের চোখ রাঙানো আলো ওঠে?
কেমন করে গোলাপ গাছে কুড়ি থেকে ফুলটি ফোটে?
একাকী ঐ চাঁদের বুকে কোন সে বুড়ি চরকা কাঁটে?
ঝড়ের দিনে কেমন করে বিজলী করে আকাশ ফাটে
নদীর পানি কোথাই গিয়ে কোন পাণিতে যাচ্ছে মিশে?
শেওলা গুলো যাচ্ছে কোথাই নদীর জলে ভেসে ভেসে ?
মৃদু বাতাস কোথাই হারাই যখোন যাবার জায়গা না পাই?
সূর্য এলে লজ্জা পেয়ে মেঘ গুলো সব কোথায় লুকাই?
কে দিয়ে যায় পাহাড় চুড়াই ঝর্ণা নামের পানি ঢেলে?
আধার গুলো কোথাই লুকাই চাদনী আলোর ছোয়া পেলে?
কেমন করে আকাশ জুড়ে সাদা মেঘের ভেলা ভাসে?
রাত্রি বেলা আকাশ বুকে তারার মেলা ক্যামনে আসে?
রাত পোহালে জ্যোৎসনা গুলো ঘাপটি মেরে কোথাই থাকে?
ইচ্ছা ছিলো দেখব এসব তোমার হাতে হাতটি রেখে।