অনেক দিন বাদে আজ কেঁদেছে আকাশ
ঝরেছে কয়েক ফোটা জল
ছুটেছে ফসলের মাঠা
বৃষ্টির অপেক্ষায় থাকা কৃষকের দল।
দমকা হাওয়ার ঝটকা আঘাতে ভূপাতিত হল
গাছের ডালে ঝুলে থাকা শুকনো পাতা।
তাল-মাতাল ঊন্মাদ বাতাসে মৃদু  দুলে উঠলো মাধবী গাছের লতা।
বৃষ্টি যেন অমৃত সুধা, যা পেয়ে পিপাসীত প্রকৃতী তৃষ্ণা মেটাল।
বৃষ্টি ফোটার আদলে ছন্ন ছাড়া ধুলাবালি গুলো যেন ঠিকানা খুজে পেল।
কালো মেঘের আধারে বিজলী আলো নাকি প্রকৃতীর অলংকার।
চৌচির মাটিতে কয়েক ফোটা বৃষ্টি দিয়ে আকাশের মনে অহংকার।
রোদ,মেঘ,বৃষ্টি অতপর রংধনু, প্রকৃতীর কি চমৎকার আচারন।
বৃষ্টিরর ফোটা  পড়ে মুছে গেলো ধুলাদের ধূসর আবরন।
স্রষ্ঠার নিদারুণ সৃষ্টি,
ঘন কালো মেঘ চিরে এল কয়েক ফোটা বৃষ্টি।