রচনাকালঃ- ১৮ এপ্রিল ১৯৯৬
(সম্ভবতঃপাথারিয়া হাউস,কাপ্তানবাজার,কুমিল্লা)


ভালবাসলে খুব বেশি কাছে থাকতে নেই
কাছে থাকলে খুব বেশি ভালবাসতে নেই


জোছনারাতে সবুজ বনে মন রাখতে নেই
সূর্য ডুবা সমুদ্রের খুব কাছে থাকতে নেই


ফুলবাগানে শ্রম দিয়ে যত্ন করতে নেই
ফুলগুলো সব ফুটে থাকলে খুব তাকাতে নেই


পাখির মতো মিষ্টি সূরে গান করতে নেই
শান্ত দিঘির উদার জলে স্নান করতে নেই


কোকিল ডাকা বসন্তকে মনে রাখতে নেই
সামনে হেঁটে অতীতপানে ফিরে দেখতে নেই


জীবনটাকে পাথর ভেবে বসে থাকতে নেই
বর্তমানকেই সত্য ভেবে ভুল করতে নেই


স্বপ্নগুলোর গায়ে কখনো রঙ মাখতে নেই
ভালোবাসার স্মৃতিগুলো স্মরণ করতে নেই